অল্প পুঁজিতে ব্যবসা করার আইডিয়া
আমাদের মধ্যে অনেকের ধারণা ব্যবসা করার জন্য সম্ভবত অনেক টাকার পুঁজি প্রয়োজন। এই চিন্তা করে আমরা অনেকেই ইচ্ছে থাকা সত্ত্বেও কোন ব্যবসায়ের উদ্যোগ গ্রহণ করতে সাহস পাই না।
কিন্তু আপনি কি জানেন সঠিক কর্মপন্থা, মেধা, পন্য অথবা সেবার চাহিদা ও যোগান সম্পর্কিত সলিড একটা ধারনা আর ক্রেতা ও বাজার সম্পর্কিত কিছু জ্ঞান থাকলে আপনি আপনার দক্ষতা, পরিশ্রম, উদ্ভাবনী ক্ষমতা এবং সৃজনশীলতা দিয়েই অল্প পুঁজিতে একটি ব্যবসা শুরু করতে পারেন?
আপনাদের সকলের অনুরোধ এবং চাহিদার কথা মাথায় রেখে আমি আজ নিয়ে এসেছি কম মূলধনের ব্যবসা করার কিছু মজার আইডিয়া নিয়ে। আশা করি আপনাদের উপকার হবে।
ব্যবসা শুরুর প্রস্তুতি
প্রথমেই স্বল্প পুঁজিতে ব্যবসা শুরুর প্রস্তুতি বিষয়ে আপনার পরিকল্পনা গুলোকে সহজ করে দিতে কিছু বিষয় নিয়ে বলবো।
- যথেষ্ট মাঠপর্যায়ের সম্ভাব্যতা যাচাই করুন
- লাভের সম্ভাবনা আছে এমন ব্যবসা বাছাই করুন
- ব্যবসার জন্য স্থায়ী পুজির সংস্থান করুন
- ব্যবসায়িক ব্যাংক হিসাব খুলুন
- TIN সহ প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি নিন
- অনলাইন ও অনলাইন মার্কেটিং নিয়ে জ্ঞান বাড়ান
কিছু ব্যবসায়ের আইডিয়া
- হোমমেড ফুড ডেলিভারি
- হাতে তৈরি পণ্য
- ফলের জুস: অল্প পুজির ব্যবসা
- ইলেকট্রনিক আইটেম কেনাবেচা
- কসমেটিক ব্যবসা
- পারফিউমের ব্যবসা
- মাছ মাংস শুটকি ব্যাবসা
- মধু, তেল ও স্টেশনারী আইটেম বিক্রি
- অর্গানিক ফলমূল
- পোশাক, বাচ্চাদের আইটেম
- ইসলামিক আইটেম
- হারবাল পণ্য বিক্রি
- ডিজিটাল প্রিন্টিং বিজনেস
- অনলাইন এডুকেশন
- ট্রাভেল এজেন্সি
- বুটিক শপ
- ফার্মেসী ব্যবসা
- মোবাইল রিচার্জ/ফ্লেক্সিলোডের ব্যবসা
আরো কিছু কথা
সবশেষে আরেকটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, ব্যবসায় লাভ লোকসান দুটোই হতে পারে। ব্যবসা মানেই ঘরে বসে থেকে কেবল আয় আর আয়। ব্যাপারটা এত সহজ নয়। একটা সফল ব্যবসা দাড় করাতে হবে আপনাকে যথেস্ট ধৈর্য্য মেধা শ্রম আর মহান রিযিকদাতা রাব্বুল আলামীনের দয়ার উপর নির্ভর করতে হবে।
0.0 ( 1 Review )
Muhammad Bin Eiamin
আল্লাহ তায়ালা সবার জন্য সহজ করে দিন ।