ব্যবসা কেন করবেন?
মহান রাব্বুল আলামীন প্রতিটি বান্দাকে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহের আদেশ দিয়েছেন। তিনি ইরশাদ করেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও।
জীবনের প্রশান্তি হালাল উপার্জনে
আল্লাহ তাআলা ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছেন। তিনি বলেছেন, وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন।
নবী রাসুলগনের সুন্নাহ
নবী-রাসুল, সাহাবি, তাবিয়িগণসহ ইসলামের ইতিহাসের অনেক বিখ্যাত আলেম, মুজতাহিদ, মুজাদ্দিদ ব্যক্তিজীবনে অনেকেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। ব্যবসা মহৎ পেশা। কিন্তু সে পেশা অবশ্যই নির্ভেজাল ও ত্রুটিমুক্ত হতে হবে।
আল্লাহর কাছে সম্মানের প্রত্যাশা
যারা সত্য ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেন, তাঁরা যেমন মানুষের কাছে সম্মানীত, তেমনি আল্লাহর কাছে খুবই মর্যাদাবান। মহানবী (সা.) বলেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে নবী, সিদ্দিক ও শহীদগণের সঙ্গে থাকবেন।’ (তিরমিজি) অপরদিকে যাঁরা অসাধু ব্যবসায়ী, তাঁদের হাশর-নশর হবে পাপী লোকজনের সঙ্গে। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যবসায়ীরা আল্লাহভীতিসহ ব্যবসা করেছেন, সত্য বলেছেন এবং মানুষের সঙ্গে সদাচরণ করেছেন, তাঁরা ছাড়া অন্য ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপী হয়ে পুনরুত্থিত হবে।’ (তিরমিজি)
সততা ও আমানতদারীতা রক্ষা করা
বর্তমানে দেখা যায়, বিভিন্ন অজুহাতে অসাধু ব্যবসায়ীরা যখন তখন অন্যায্যভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। ফলে ক্রেতারা নিরুপায় হয়ে পড়ে এবং প্রয়োজন অনুপাতে কিনতে পারেন না। এটি একপ্রকার জুলুম। এমতাবস্থায় ব্যবসায়ীদের উচিত উদারতা অবলম্বন করা এবং জনকল্যাণের কথা ভেবে স্বাভাবিক লাভ করা।
তাই তো মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর রহম করুন, যিনি বেচাকেনা ও ঋণ পরিশোধে উদারতা অবলম্বন করেন।’ (বুখারি) তিনি আরও বলেন, ‘আল্লাহ ওই ব্যবসায়ীকে জান্নাতে প্রবেশ করাবেন, যিনি বেচাকেনায় সহজতা অবলম্বন করেন।’ (ইবন মাজাহ) আল্লাহ তাআলা বলেন, ‘কিছু ব্যবসায়ী আছে, যারা সঠিক ওজনে কিনে নেয় এবং কম দিয়ে বিক্রি করে তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা তাতফিফ: ১-৩)
3.3 ( 9 Reviews )
Rakibul Hasan
মাশাল্লাহ অসাধারণ উপস্থাপন করেছেন
Asraful Vhuyian
MasAllah. very well write
Muhammad Bin Eiamin
অসাধারণ লেখনী ! মাশাআল্লাহ ১
Maruf Ahmad
Very well written. May Allah reward reward you well.
Maruf Ahmad
Very well written. May Allah reward reward you well.